Saturday, March 15, 2025

রাত ৮টায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

জাতীয় সরকারের রূপরেখা কেমন হবে এ বিষয়ে বিস্তারিত জানাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৬ আগস্ট) রাত ৮টায় কারওয়ান সার্ক ফোয়ারার সামনে থেকে এ ঘোষণা দেয়া হবে। চ্যানেল24 দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সরকারের রূপরেখা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়।’

আরও পড়ুনঃ  আইনজীবী আলিফকে হত্যাকারী প্রধান আসামির পরিচয় ফাঁস!

নাহিদ ইসলাম তাদের আন্দোলনের লক্ষ্য হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যে সব ব্যবস্থা রয়েছে, সেগুলোর সংশোধনের কথা বলেছেন। তিনি বলেন, ছাত্র–শিক্ষক–সুশীল সমাজসহ অন্যান্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান তারা। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা করবে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ