ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়েও বেঁচে ফিরলেন এক বৃদ্ধা। এ ঘটনায় ওই বৃদ্ধা অক্ষত অবস্থায় আছেন।
রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। তবে ওই বৃদ্ধার নাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা ট্রেনটি আখাউড়া জংশন স্টেশনে যাত্রা বিরতি শেষে ছেড়ে দেয়। এ সময় ওই বৃদ্ধা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ট্রেনের পাশে দাঁড়ানো ছিলেন। অসাবধানবশত হোঁচট খেয়ে প্ল্যাটফর্ম থেকে নিচে রেললাইনে পড়ে যান।
পরে তিনি রেললাইনে শুয়ে পড়েন। এভাবে মিনিট দেড়েকের মধ্যে ট্রেন চলে যাওয়ার পর সেখান থেকে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করেন।
এক টাকা কম থাকায় চিকিৎসা পেলেন না বৃদ্ধা
আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, বিষয়টি আমি শুনে খোঁজ-খবর নিয়েছি। ওই বৃদ্ধার কোনো ক্ষতি হয়নি। আল্লাহর অশেষ রহমত থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন।