Friday, March 14, 2025

কনভোকেশনে অংশ নেয়া হলো না তুষারের

আরও পড়ুন

সদ্য অনার্স শেষ করেছেন তুষার হাওলাদার। বন্ধুদের সঙ্গে কনভোকেশন নিয়ে করছিলেন নানা পরিকল্পনা। ভেস্তে গেলো সবই। ফেব্রুয়ারিতে যোগ দিয়েছিলেন চাকরিতে। পড়ালেখা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে। ১০ই মার্চ বিশ্ববিদ্যালয়টির কনভোকেশন। কিন্তু তাতে অংশ নেয়া হলো না তার।

তুষার হাওলাদার পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর খিলগাঁও এলাকায়। গতকাল রাত ১১টা থেকে খোঁজ মিলছিলো না তার। আজ সকালে ঢাকা মেডিকেলের মর্গে লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  খতনা বা মুসলমানি কেন করতে হয়, উপকারিতা কী?

তুষারের সহপাঠীরা জানান, বাবা মাকে কনভোকেশনে নেবার জন্য টাকাও জমা দিয়েছিল সে।

কখনো বাবা মাকে ক্যাম্পাসে নিয়ে আসেনি। বাবা মাকে ক্যাম্পাসে নিয়ে আসা নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল তুষার। কীভাবে ছবি তুলবে, ভিডিও করবে এনিয়েও করে পরিকল্পনা করেন। কনভোকেশনের দিন ছুটি নেবে বলেও জানায় বন্ধুদের।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ